ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দপদপিয়ায় বিদ্যুৎয়ের টাওয়ার যেন গলার কাটা

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে বিদ্যুৎয়ের টাওয়ার বসানোর নামে যেন মৃত্যু ফাদঁ বসানো হয়েছে বলে মনে করছেন ওই ইউনিয়নের বাসীন্দারা। অভিযোগ রয়েছে, সাধারন মানুষের নায্য দাবী’কে উপেক্ষা করে বিগত ফ্যাসিষ্ঠ আওয়ামীলীগ সরকার আমলে বিদ্যুৎ বিভাগ এই কাজ শরু করে। এতে গ্রামের মানুষ একাট্টা হয়ে বাধা দিলেও কোন কাজ হয়নি। উল্টো স্হানীয়দেরকে মামলা হামলার ভয় দেখিয়েছেন ঠিদাদার এর লোকজন।

স্হানীয়দের অভিযোগে খোজখবর নিয়ে জানাযায়, প্রায় আড়াই বছর পূর্বে বিদ্যুৎ বিভাগ এ কাজটি করার জন্য টেন্ডার ডাকে। টেন্ডারে কাজটি পায় কনফিডেন্স কনষ্টাকশন।

তারা স্হানীয়দের সাথে কোন প্রকার আলাপ আলোচনা না আওয়ামীপন্হী প্রভাবশালী দালাল দিয়ে কাজ শুরু করেন। স্হানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের উচ্চ ক্ষমতা সম্পার্ন ৩৩ হাজার ভোল্টেজের লাইন টানার জন্য তারা কাজ শুরু করে। এতে করে টাওয়ার গুলো কারো বাড়ির সামনে কারো ঘরের পাশে আবার কারো ধানের জমির উপর দিয়ে টাওয়ার বসানো হয়। এর প্রতিবাদ করে সাধারণ মানুষ ইতিমধ্যেই সভা, সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।

এর পাশাপাশি টাওয়ার বসানো বন্ধে অভিযোগ দেয়া হয় নলছিটি উপজেলা পি ডি বি অফিসে।

অভিযোগের প্রেক্ষিতে সাবডিভিশন অফিসার সোহেল রানা জানান, কাজটি এখন বন্ধ আছে। কারন, এনিয়ে মামলা হয়েছে। তাই তিনি বেশি কিছু বলতে পারবেন না।

স্হানীয় জাহাঙ্গীর হাওলাদার ও নূরুল ইসলাম হাওলাদার এর অভিযোগ এত কিছুর পরও এই টাওয়ার সবানোর চেষ্টা চলছে। তবে দপদপিয়া ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রিমন আকন বলেন, তিনি এ বিষয় প্রতিবাদ করেছন এবং সাধারন মানুষের পাশে থেকে তার প্রতিবাদ অভ্যাহত রাখবেন।
তবে ঠিকাদার প্রতিষ্ঠান এর প্রতিনিধি হাসান মাহামুদ বলেন, এই কাজ করতে এসে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জরিমানা দিয়েছন ঠিকাদার। এখন নতুন করে আবার কেউ কেউ টাকা দাবী করছেন। তিনি বর্তমান রাজনীতির বিষয়টি টানেন।
এ ব্যপারে ঝালকাঠি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান জানান, এ কাজটি সরকারী নিয়মানুযী হচ্ছে। এখানে তার কিছু করার নেই।

Tag :
About Author Information

Barta Times bd

জনপ্রিয়

২২ নং ওয়ার্ডে প্রীতি ক্রিকেট ম্যাচে পুরস্কার বিতরণ

দপদপিয়ায় বিদ্যুৎয়ের টাওয়ার যেন গলার কাটা

আপডেট সময় : ০২:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে বিদ্যুৎয়ের টাওয়ার বসানোর নামে যেন মৃত্যু ফাদঁ বসানো হয়েছে বলে মনে করছেন ওই ইউনিয়নের বাসীন্দারা। অভিযোগ রয়েছে, সাধারন মানুষের নায্য দাবী’কে উপেক্ষা করে বিগত ফ্যাসিষ্ঠ আওয়ামীলীগ সরকার আমলে বিদ্যুৎ বিভাগ এই কাজ শরু করে। এতে গ্রামের মানুষ একাট্টা হয়ে বাধা দিলেও কোন কাজ হয়নি। উল্টো স্হানীয়দেরকে মামলা হামলার ভয় দেখিয়েছেন ঠিদাদার এর লোকজন।

স্হানীয়দের অভিযোগে খোজখবর নিয়ে জানাযায়, প্রায় আড়াই বছর পূর্বে বিদ্যুৎ বিভাগ এ কাজটি করার জন্য টেন্ডার ডাকে। টেন্ডারে কাজটি পায় কনফিডেন্স কনষ্টাকশন।

তারা স্হানীয়দের সাথে কোন প্রকার আলাপ আলোচনা না আওয়ামীপন্হী প্রভাবশালী দালাল দিয়ে কাজ শুরু করেন। স্হানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের উচ্চ ক্ষমতা সম্পার্ন ৩৩ হাজার ভোল্টেজের লাইন টানার জন্য তারা কাজ শুরু করে। এতে করে টাওয়ার গুলো কারো বাড়ির সামনে কারো ঘরের পাশে আবার কারো ধানের জমির উপর দিয়ে টাওয়ার বসানো হয়। এর প্রতিবাদ করে সাধারণ মানুষ ইতিমধ্যেই সভা, সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।

এর পাশাপাশি টাওয়ার বসানো বন্ধে অভিযোগ দেয়া হয় নলছিটি উপজেলা পি ডি বি অফিসে।

অভিযোগের প্রেক্ষিতে সাবডিভিশন অফিসার সোহেল রানা জানান, কাজটি এখন বন্ধ আছে। কারন, এনিয়ে মামলা হয়েছে। তাই তিনি বেশি কিছু বলতে পারবেন না।

স্হানীয় জাহাঙ্গীর হাওলাদার ও নূরুল ইসলাম হাওলাদার এর অভিযোগ এত কিছুর পরও এই টাওয়ার সবানোর চেষ্টা চলছে। তবে দপদপিয়া ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক রিমন আকন বলেন, তিনি এ বিষয় প্রতিবাদ করেছন এবং সাধারন মানুষের পাশে থেকে তার প্রতিবাদ অভ্যাহত রাখবেন।
তবে ঠিকাদার প্রতিষ্ঠান এর প্রতিনিধি হাসান মাহামুদ বলেন, এই কাজ করতে এসে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জরিমানা দিয়েছন ঠিকাদার। এখন নতুন করে আবার কেউ কেউ টাকা দাবী করছেন। তিনি বর্তমান রাজনীতির বিষয়টি টানেন।
এ ব্যপারে ঝালকাঠি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান জানান, এ কাজটি সরকারী নিয়মানুযী হচ্ছে। এখানে তার কিছু করার নেই।