
এম লোকমান হোসাইন ॥ সরকারি স্থাপনা নির্মান কাজ বাস্তবায়ন করার জন্য ব্যবহার করা হয় ঠিকাদার। ঠিকাদারদের অনিয়ম-দুনীর্তি প্রতিরোধ করার জন্য সরকার যাকে নিয়োগ দিয়েছেন তিনি নিজেই দুর্নীতি করে কোটিপতি বনে গেছেন।
অসরকারি চাকরির বিধিমালা অমান্য অঠিকাদাররা জিম্মি অকমিশন বাণিজ্য অকুয়াকাটায় রিসোর্ট অবৈধভাবে অর্থ কামিয়ে জমি, বাড়ি, গাড়ি, কুয়াকাটায় আবাসিক হোটেল রিসোর্টসহ সব কিছুর মালিক উপ-প্রকৌশলী মামুন খান। এমন চাঞ্চল্যকর তথ্য আসে সময়ের বার্তার হাতে।
প্রাপ্ত তথ্যনুযায়ী যাচাই-বাছাই করে দেখাযায়, পিরোজপুর জেলার স্বরুপকাঠী পৌরসভায় ১০ গ্রেডের এ ২২ হাজার টাকায় চাকরি করে সল্প দিনে হয়ে উঠে কোটিপতি হয়েছে জমির ও পটুয়াখালী কুয়াকাটায় রিসোর্ট এর মালিক। সবকিছুই হয়েছেন অবৈধভাবে ঠিকাদারদের কাছ থেকে কমিশন নিয়ে।
পটুয়াখালী কুয়াকাটা পর্যটন এলাকায় হোটেল সাম্পান এন্ড রিসোর্ট এ ২০ লাখ টাকার একটি শেয়ার, হোটেল রোমান্টিকায় ৪০ লাখ টাকার দুইটি শেয়ার, বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায় ৩০ লাখ টাকার মূল্যের ৮ শতাংশ জমির মালিক এর তথ্য পাওয়া গেছে। যার তথ্যপ্রমান সময়ের বার্তার হাতে সংরক্ষিত আছে। এছাড়া নামে-ব্যানামে দেশের বিভিন্ন স্থানে বাড়ি,গাড়ি,
ফ্ল্যাট এরও মালিক হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সময়ের বার্তার হাতে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে দেখা যায়, পটুয়াখালী সাব-রেজিষ্ট্রী অফিস খেপুপাড়া থেকে ২০২২ সালে ১২ শতাংশ জমি ৯ জন শেয়ার হোল্ডার ৪৮ লাখ টাকায় ক্রয় করেন। খেপুপাড়া সাব-রেজিস্ট্রিার এর কার্যালয়ের ৫১৮২ ক্রমিকের ১ নং বহি এর ৫১৭৯/২২ দলিল সূত্রে ৯ জন ক্রয়কৃত মালিকদের তালিকায় ৪ নং ক্রমিকে মো: মামুন খান এর নামে জমির পরিমানসহ মালিকানা উল্লেখ করা আছে।
যা সর্বশেষ ২০২৩-২০২৪ অর্থবছরে মহিপুর ইউনিয়ন ভূমি অফিস এর মাধ্যমে কর পরিশোধ করেছেন প্রকৌশলী মামুন খান। হোটেল সাম্পান ও রিসোর্ট, কুয়াকাটা, পটুয়াখালীর অনুকূলে ‘‘রুপালী ব্যাংক লিমিটেড‘‘ এর হিসাব নম্বরে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারী ৫০ হাজার, একই মাসের ১৫ তারিখে ত্রিশ হাজার ও একই বছরের ৫ মার্চ এক লাখ, ২৯ মার্চ ৪০ হাজার এবং ২৬ জুন ৫০ হাজার টাকা হোটেল এর হিসাব নম্বারে অর্থ জমা দেওয়ার তথ্যসহ নানা অনিয়ম-দুর্নীতির তথ্য পাওয়া গেছে।
এসব সবকিছুই সম্বাব হয়েছে পিরোজপুর স্বরূপকঠী পৌরসভার উপ-প্রকৌশলী পদে কর্মরত থেকে মাত্র ২২ হাজার টাকার বেতনে চাকরি করে। উল্লেখ্য ক্রয়কৃত জমির দলিল সূত্রে প্রকৌশলী মামুন খানের স্থায়ী ঠিকানা দেখানো হয়েছে, গাজীপুর জেলার গাজীপুর সদরের মন্নু নগরের পশ্চিম আরিচপুর গ্রামের গাজী বাড়ি। জমি ক্রয় এবং ব্যবসায় যুক্ত হওয়ার পূর্বে সরকারি চাকরি বিধিমালা অনুসরণ করা হয়েছে কিনা এবং অর্থের উ..স সম্পর্কে জানতে, উপ-প্রকৌশলী মামুন খান এর কাছে সময়ের বার্তার পক্ষ থেকে যোগাযোগ করা তিনি উল্টো তথ্যদাতার নাম ও পরিচয় জানতে চেয়ে নানা ভাবে প্রশ্ন করে জবাব না দিয়ে এড়িয়ে যান।
জমি ক্রয় এবং ব্যবসায় যুক্ত হওয়ার পূর্বে সরকারি চাকরি বিধিমালা অনুসরণ করা হয়েছে কিনা এবং দুর্নীতি করে ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের বিষয় স্বরূপকঠী পৌরসভার পৌর প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি সময়ের বার্তাকে জানান, তিনি পৌর প্রশাসক পদে নিয়োজিত হওয়ার পর থেকে উপ-সহকারী প্রকৌশলী মো: মামুন খান ব্যবসার জন্য কোনো অনুমতি নেন নাই।
প্রতিবেদকের নাম 








