
নিজস্ব প্রতিবেদক :বরিশালের অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন সাংবাদিক সমন্বয় পরিষদের ২০২৬-২৭ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি – সাধারন সম্পাদক সহ ১৫ টি পদের অনুকুলে ১৫ টি মনোনয়ন ফরম জমা পড়েছে।২৩ ডিসেম্বর সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে নির্বাচন কমিশনের বেধে দেয়া সময়ের মধ্যে এ ফর্মগুলো জমা পড়ে।
যাচাই-বাছাই শেষে কোন ত্রুটি না পাওয়া গেলে এ সকল পদে ফরম জমা দেয়া ব্যক্তিদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার দেবাশীষ চক্রবর্ত্তী।
এবার সভাপতি পদে বরিশালের কথার সাইদুর রহমান মাসুদ,সাধারন সম্পাদক পদে দখিনের প্রতিবেদনের সুমাইয়া জিসান, সহসভাপতি পদে শাহনামা পত্রিকার আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বরিশালের কথার নাসিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক পদে ডেসটিনি পত্রিকার মফিজুর রহমান রনি,দপ্তর সম্পাদক পদে নিউজ টুডের হাসান আশ্রাফি রেশাদ,কোষাধ্যক্ষ পদে বিজয়ের বানী পত্রিকার এইচ এম আসলাম, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক সমাচারের জুনায়েদ খন্দকার, সাহিত্য ও প্রচার সম্পাদক পদে দৈনিক জনতার আল-আমীন এবং নির্বাহী সদস্য পদে দৈনিক সমকালের অরুণ কুমার বিশ্বাস, বরিশাল সমাচার পত্রিকার কেএম তারেকুল আলম,মফস্বল বার্তার মনবীর আলম খান,বরিশালের কথার মামুন অর রশিদ, সত্য সংবাদের অলিউল ইসলাম এবং প্রথম সকাল পত্রিকার হালিম ভুইয়া মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এদের অনুকূলে অন্য কোন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন নি। সাংবাদিক সমন্বয় পরিষদ,বরিশালের এবার মোট ভোটার সংখ্যা ৪৯ জন।
প্রতিবেদকের নাম 








