
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে বিবাহের প্রলোভনে এক তরুণীকে একাধিকবার ধর্ষণ, গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং পরবর্তীতে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে গত ১৮ ডিসেম্বর বরিশাল কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেছেন ওই ভুক্তভোগী তরুণী।
এজাহার সূত্রে জানা যায়, বাদী (২২) বরিশাল নগরীর চৌধুরী সড়ক চৌমাথা এলাকার বাসিন্দা। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। আন্দোলন-পরবর্তী সময়ে অভিযুক্ত সুয়ান আল তালুকদার (২৪)-এর সঙ্গে তার পরিচয় হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ও স্থানে বাদীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে। সর্বশেষ গত ১১ অক্টোবর শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ১৭নং ওয়ার্ডের সদর রোডস্থ আবাসিক হোটেল হক-এর রুম নম্বর ৪০৪-এ জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় অভিযুক্ত ওই ঘটনার ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করে রাখে বলে অভিযোগ করা হয়।
পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বাদীকে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বারবার ধর্ষণ করা হয়। একাধিকবার বিবাহের কথা বললেও অভিযুক্ত সময় ক্ষেপণ করতে থাকে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এজাহারে আরও বলা হয়, সর্বশেষ গত ১৭ ডিসেম্বর দুপুর ১২টার দিকে নবগ্রাম রোড এলাকায় অভিযুক্ত বাদীকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে আর বিবাহ করবে না। এ সময় বাদী প্রতিবাদ করলে অভিযুক্ত তাকে হত্যার উদ্দেশ্যে মোটরসাইকেলের হেলমেট দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করে। বাদী মাথা সরিয়ে নিলে আঘাতটি ঠোঁটে লাগে এবং এতে তার ঠোঁট ফেটে গুরুতর জখম হয়।
এ ঘটনায় বাদীর মা সহ একাধিক ব্যক্তি সাক্ষী হিসেবে রয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন,“ভুক্তভোগীর লিখিত এজাহার গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রতিবেদকের নাম 








