ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আগামী বছর কেরালায় খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক :; সংবাদ সম্মেলনে এ সম্পর্কে প্রদেশটির ক্রীড়ামন্ত্রী ভি আব্দুুুরাহিমান বলেছেন, ‘বিশ্বের এক নম্বর দল আর্জেন্টিনার সাথে লিওনেল মেসি কেরালায় আসছেন। এই হাই-প্রোফাইল ফুটবল ইভেন্টটি আয়োজনের জন্য সমস্ত আর্থিক সহায়তা রাজ্যের ব্যবসায়ীরা সরবরাহ করবে।’

এরপর রাজ্যের মূখ্যমন্ত্রী পিনারাভি ভিজায়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সম্পর্কে পোস্টে লিখেছেন, ‘আগামী বছর ফিফা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ভারতে আসার কথা রয়েছে। এর মাধ্যমে কেরালা ইতিহাস রচনা করতে যাচ্ছে। স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করার জন্য প্রাদেশিক রাজ্য সরকারের ভূমিকা অবশ্যই ধন্যবাদ পাবার যোগ্য।’

ক্রীড়ামন্ত্রী আরও জানিয়েছেন, ভারত সরকারের পক্ষ থেকে ম্যাচ সংক্রান্ত সকল নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য আয়োজন সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। গত কয়েক বছর ধরেই আর্জেন্টিনা দলকে এখানে আনার পরিকল্পনা করা হচ্ছিল, কিন্তু তা বাস্তবায়ন সম্ভব হয়নি। ঐ সময় আর্জেন্টিনাকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে আনার থেকে ভারতীয় ফুটবলার ও এখানকার ফুটবলীয় অবকাঠামোর উন্নতিতে অর্থ ব্যয় করা নিয়ে দ্বিমত তৈরী হয়।

এখনো অবশ্য চূড়ান্ত কোনো তারিখ কিংবা প্রতিপক্ষ নিয়ে কোনো ঘোষণা আসেনি। আর্জেন্টিনার কাছ থেকেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ক্রীড়ামন্ত্রী ইঙ্গিত দিয়েছেন বহুল আকাঙ্খিত এই ম্যাচটির সম্ভাব্য ভেন্যু হতে পারে কোচির নেহরু স্টেডিয়ামে। কার্যত যে স্টেডিয়ামের ধারণক্ষমতা আনুমানিক প্রায় ৫০ হাজার সেখানেই ম্যাচটি আয়োজনের লক্ষ্যস্থির করেছে রাজ্য সরকার।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

Tag :
About Author Information

Barta Times bd

বরিশাল গণপূর্তে ঠিকাদারের চেক নিয়ে নয়ছয়ের অভিযোগ-নিজেদের বাঁচাতে মিডিয়াঙ্গনে দৌঁড়ঝাপ!

আগামী বছর কেরালায় খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আপডেট সময় : ০৫:১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

অনলাইন ডেস্ক :; সংবাদ সম্মেলনে এ সম্পর্কে প্রদেশটির ক্রীড়ামন্ত্রী ভি আব্দুুুরাহিমান বলেছেন, ‘বিশ্বের এক নম্বর দল আর্জেন্টিনার সাথে লিওনেল মেসি কেরালায় আসছেন। এই হাই-প্রোফাইল ফুটবল ইভেন্টটি আয়োজনের জন্য সমস্ত আর্থিক সহায়তা রাজ্যের ব্যবসায়ীরা সরবরাহ করবে।’

এরপর রাজ্যের মূখ্যমন্ত্রী পিনারাভি ভিজায়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সম্পর্কে পোস্টে লিখেছেন, ‘আগামী বছর ফিফা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ভারতে আসার কথা রয়েছে। এর মাধ্যমে কেরালা ইতিহাস রচনা করতে যাচ্ছে। স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করার জন্য প্রাদেশিক রাজ্য সরকারের ভূমিকা অবশ্যই ধন্যবাদ পাবার যোগ্য।’

ক্রীড়ামন্ত্রী আরও জানিয়েছেন, ভারত সরকারের পক্ষ থেকে ম্যাচ সংক্রান্ত সকল নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য আয়োজন সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। গত কয়েক বছর ধরেই আর্জেন্টিনা দলকে এখানে আনার পরিকল্পনা করা হচ্ছিল, কিন্তু তা বাস্তবায়ন সম্ভব হয়নি। ঐ সময় আর্জেন্টিনাকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে আনার থেকে ভারতীয় ফুটবলার ও এখানকার ফুটবলীয় অবকাঠামোর উন্নতিতে অর্থ ব্যয় করা নিয়ে দ্বিমত তৈরী হয়।

এখনো অবশ্য চূড়ান্ত কোনো তারিখ কিংবা প্রতিপক্ষ নিয়ে কোনো ঘোষণা আসেনি। আর্জেন্টিনার কাছ থেকেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ক্রীড়ামন্ত্রী ইঙ্গিত দিয়েছেন বহুল আকাঙ্খিত এই ম্যাচটির সম্ভাব্য ভেন্যু হতে পারে কোচির নেহরু স্টেডিয়ামে। কার্যত যে স্টেডিয়ামের ধারণক্ষমতা আনুমানিক প্রায় ৫০ হাজার সেখানেই ম্যাচটি আয়োজনের লক্ষ্যস্থির করেছে রাজ্য সরকার।

সূত্র : হিন্দুস্তান টাইমস।