ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনের কান্ড! হাসপাতালে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

বার্তা টাইমস বিডি ডেস্ক ঃ নিজ মালিকানাধীন হাসপাতালে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডেকে নিয়ে ২২ বছর বয়সি এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বরিশাল স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান শাহিনের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যা রাতে তার ডাকে সাড়া দিয়ে শহরের ভাটিখানা এলাকার তরুণী বান্দরোডসংলগ্ন সিটি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে যান। সেখানে একটি কক্ষে আটকে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহিন তাকে প্রথমে কু-প্রস্তাব দেন। এতে তরুণী রাজি না হওয়ায় তাকে ধর্ষণচেষ্টা করেন। এমন অভিযোগ এনে তরুণী সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন।

শহরের ১০ নম্বর ওয়ার্ডের সিটি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক শাহিন একাধিক রাজনৈতিক মামলার আসামি। তিনি গোপনে এলাকায় বসবাস করাসহ নিজের ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। সোমবার রাতে তার এই নারী কেলেংকারীর ঘটনা প্রকাশ্যে আসে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নেতিবাচক নানান চর্চা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ভাটিখানা এলাকার ২২ বছর বয়সি তরুণী তার বান্ধবীর জন্য সিটি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে একটি চাকরির আবেদন করেন। মালিক আজিজুর রহমান শাহিন তাকে চাকরির প্রলোভন দেখিয়ে সোমবার সন্ধ্যায় ফোন করে হাসপাতালে ডেকে নেন। এবং সেখানে বসে তিনি তরুণীকে একাধিকবার কু-প্রস্তাব দেন। এতে তরুণী সম্মত না হওয়ায় তাকে তিনি একটি কক্ষে আটকে ধর্ষণচেষ্টা করেন। এবং তরুণীর ডাক-চিৎকারে অনেকে এগিয়ে আসলে শাহিন দৌঁড়ে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ তরুণীকে উদ্ধার করে।

ঘটনাস্থল সংশ্লিষ্ট স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের ইনচার্জ গোলাম মো. নাসিম বরিশালটাইমসকে জানান, তরুণী নিজেই থানায় হাজির হয়ে এজাহার জমা দিয়েছেন। অভিযুক্তকে ধরতে তৎপরতা চলমান রয়েছে।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের এই শীর্ষনেতৃত্ব ধর্ষণচেষ্টার মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে তাকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এমন বাস্তবতায় শাহিন গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে যাওয়ার পাশাপাশি নিজের ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ রেখেছেন।’

Tag :
About Author Information

Barta Times bd

জনপ্রিয়

বরিশালে ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, আত্মরক্ষায় ফাঁকা গুলিবর্ষণ

বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনের কান্ড! হাসপাতালে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০৭:৩৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বার্তা টাইমস বিডি ডেস্ক ঃ নিজ মালিকানাধীন হাসপাতালে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডেকে নিয়ে ২২ বছর বয়সি এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বরিশাল স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান শাহিনের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যা রাতে তার ডাকে সাড়া দিয়ে শহরের ভাটিখানা এলাকার তরুণী বান্দরোডসংলগ্ন সিটি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে যান। সেখানে একটি কক্ষে আটকে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহিন তাকে প্রথমে কু-প্রস্তাব দেন। এতে তরুণী রাজি না হওয়ায় তাকে ধর্ষণচেষ্টা করেন। এমন অভিযোগ এনে তরুণী সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন।

শহরের ১০ নম্বর ওয়ার্ডের সিটি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক শাহিন একাধিক রাজনৈতিক মামলার আসামি। তিনি গোপনে এলাকায় বসবাস করাসহ নিজের ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। সোমবার রাতে তার এই নারী কেলেংকারীর ঘটনা প্রকাশ্যে আসে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নেতিবাচক নানান চর্চা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ভাটিখানা এলাকার ২২ বছর বয়সি তরুণী তার বান্ধবীর জন্য সিটি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে একটি চাকরির আবেদন করেন। মালিক আজিজুর রহমান শাহিন তাকে চাকরির প্রলোভন দেখিয়ে সোমবার সন্ধ্যায় ফোন করে হাসপাতালে ডেকে নেন। এবং সেখানে বসে তিনি তরুণীকে একাধিকবার কু-প্রস্তাব দেন। এতে তরুণী সম্মত না হওয়ায় তাকে তিনি একটি কক্ষে আটকে ধর্ষণচেষ্টা করেন। এবং তরুণীর ডাক-চিৎকারে অনেকে এগিয়ে আসলে শাহিন দৌঁড়ে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ তরুণীকে উদ্ধার করে।

ঘটনাস্থল সংশ্লিষ্ট স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের ইনচার্জ গোলাম মো. নাসিম বরিশালটাইমসকে জানান, তরুণী নিজেই থানায় হাজির হয়ে এজাহার জমা দিয়েছেন। অভিযুক্তকে ধরতে তৎপরতা চলমান রয়েছে।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের এই শীর্ষনেতৃত্ব ধর্ষণচেষ্টার মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে তাকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এমন বাস্তবতায় শাহিন গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে যাওয়ার পাশাপাশি নিজের ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ রেখেছেন।’