ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মিথ্যা তথ্য দিয়ে বিদ্যালয়ের সভাপতির পদ হারালেন বিএনপি নেতা!

নিজস্ব প্রতিবেদক, বিএ পাশের সনদ দেখাতে না পারায় বানারীপাড়া উপজেলার দেড়শত বছরের ঐতিহ্যবাহী বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির পদ থেকে বিএনপির নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার (১৫ অক্টোবর) বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে থেকে এ তথ্য জানা গেছে। অব্যাহতিপ্রাপ্ত বিদ্যালয়টির সভাপতি হলেন, বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো : সবুর খান।

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের স্মারক নং-বশিবো/বিঅনু:/২০২৫/৩৩২২ এর বলা হয়েছে, বরিশাল জেলার বানারীপাড়া উপজেলাধীন “বাইশারী মাধ্যমিক বিদ্যালয়” অনুমতিপ্রাপ্ত এডহক কমিটির সভাপতি জনাব আ: সবুর খান শিক্ষাগত যোগ্যতার স্নাতক সনদপত্রের কোনো কপি পরিদর্শনকারী কর্মকর্তার নিকট সরবরাহ করেনি। এমতাবস্থায় তদন্তকারী কর্মকর্তার সুপারিশ অনুযায়ী আঃ সবুর খানকে এডহক কমিটির সভাপতি থেকে অব্যাহতি দেয়া হলো এবং উপজেলা নির্বাহী অফিসার, বানারীপাড়া, বরিশালকে সভাপতি মনোনয়নসহ কমিটি পুনর্গঠন করা হলো। চিঠির অনুলিপি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট বিদ্যালয় এডহক/ম্যানেজিং কমিটি সভাপতি, বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড পিএস টু চেয়ারম্যান, সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারের কাছে অনুলিফি প্রদান করা হয়েছে।

খোঁজ নিয়ে জানাজায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বানারীপাড়া দেড় শতবছরের পুরো ঐতিহ্যবাহী বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দেয় বরিশাল শিক্ষা বোর্ড। ওই কমিটির সভাপতি হিসেবে বিএনপির নেতা সবুর খানকে সভাপতি বানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষে নীতিমালা অনুযায়ী স্কুল ও কলেজ কমিটির সভাপতি হতে হলে তাকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনের সময়ে দেওয়া জীবনবৃত্তান্তে সবুর খান বিএ পাস উল্লেখ করেন। কিন্তু এ অনুকূলে শিক্ষাগত যোগ্যতার সনদের কোনো অনুলিপি জমা দেননি। এ নিয়ে সন্দেহ জাগায় স্থানীয় মামুন ফরাজী নামে একজন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের একটি অভিযোগ দাখিল করেন।

মামুন ফরাজী বলেন, বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুস সবুর খান একটি বায়ো ডাটা জমা দিয়ে সভাপতি হয়েছেন। সেখানে তিনি শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিএ পাশ উল্লেখ করেছেন। বিএ পাস না করেও দলীয় প্রভাব খাটিয়ে ঐতিহ্যবাহী বিদ্যালয়ের সভাপতির পদ বাগিয়ে নেওয়া এলাকাবাসীর পক্ষে শিক্ষা বোর্ডে অভিযোগ দেই। অভিযোগের তদন্ত শেষে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ বিএনপি নেতা সবুর খানের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছেন। এতে একটি সত্য উন্মোচিত হয়েছে যে সবুর খান বিএ পাশ করেনি।

বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. রফিকুর ইসলাম খান বলেন, স্থানীয় মামুন ফরাজীর অভিযোগের ভিত্তিতে সহকারী বিদ্যালয় পরিদর্শককে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযোগের স্বপক্ষে তথ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন সবুর খান। পাশাপাশি তদন্ত প্রতিবেদন অনুযায়ী সবুর খান বিএ পাশ করেননি। ফলে তাকে কমিটির সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি মিথ্যা তথ্য দেওয়ায় তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

Barta Times bd

জনপ্রিয়

বরিশালে ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, আত্মরক্ষায় ফাঁকা গুলিবর্ষণ

মিথ্যা তথ্য দিয়ে বিদ্যালয়ের সভাপতির পদ হারালেন বিএনপি নেতা!

আপডেট সময় : ০৭:১৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বিএ পাশের সনদ দেখাতে না পারায় বানারীপাড়া উপজেলার দেড়শত বছরের ঐতিহ্যবাহী বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির পদ থেকে বিএনপির নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার (১৫ অক্টোবর) বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে থেকে এ তথ্য জানা গেছে। অব্যাহতিপ্রাপ্ত বিদ্যালয়টির সভাপতি হলেন, বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো : সবুর খান।

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের স্মারক নং-বশিবো/বিঅনু:/২০২৫/৩৩২২ এর বলা হয়েছে, বরিশাল জেলার বানারীপাড়া উপজেলাধীন “বাইশারী মাধ্যমিক বিদ্যালয়” অনুমতিপ্রাপ্ত এডহক কমিটির সভাপতি জনাব আ: সবুর খান শিক্ষাগত যোগ্যতার স্নাতক সনদপত্রের কোনো কপি পরিদর্শনকারী কর্মকর্তার নিকট সরবরাহ করেনি। এমতাবস্থায় তদন্তকারী কর্মকর্তার সুপারিশ অনুযায়ী আঃ সবুর খানকে এডহক কমিটির সভাপতি থেকে অব্যাহতি দেয়া হলো এবং উপজেলা নির্বাহী অফিসার, বানারীপাড়া, বরিশালকে সভাপতি মনোনয়নসহ কমিটি পুনর্গঠন করা হলো। চিঠির অনুলিপি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট বিদ্যালয় এডহক/ম্যানেজিং কমিটি সভাপতি, বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড পিএস টু চেয়ারম্যান, সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারের কাছে অনুলিফি প্রদান করা হয়েছে।

খোঁজ নিয়ে জানাজায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বানারীপাড়া দেড় শতবছরের পুরো ঐতিহ্যবাহী বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দেয় বরিশাল শিক্ষা বোর্ড। ওই কমিটির সভাপতি হিসেবে বিএনপির নেতা সবুর খানকে সভাপতি বানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষে নীতিমালা অনুযায়ী স্কুল ও কলেজ কমিটির সভাপতি হতে হলে তাকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনের সময়ে দেওয়া জীবনবৃত্তান্তে সবুর খান বিএ পাস উল্লেখ করেন। কিন্তু এ অনুকূলে শিক্ষাগত যোগ্যতার সনদের কোনো অনুলিপি জমা দেননি। এ নিয়ে সন্দেহ জাগায় স্থানীয় মামুন ফরাজী নামে একজন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের একটি অভিযোগ দাখিল করেন।

মামুন ফরাজী বলেন, বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুস সবুর খান একটি বায়ো ডাটা জমা দিয়ে সভাপতি হয়েছেন। সেখানে তিনি শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিএ পাশ উল্লেখ করেছেন। বিএ পাস না করেও দলীয় প্রভাব খাটিয়ে ঐতিহ্যবাহী বিদ্যালয়ের সভাপতির পদ বাগিয়ে নেওয়া এলাকাবাসীর পক্ষে শিক্ষা বোর্ডে অভিযোগ দেই। অভিযোগের তদন্ত শেষে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ বিএনপি নেতা সবুর খানের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছেন। এতে একটি সত্য উন্মোচিত হয়েছে যে সবুর খান বিএ পাশ করেনি।

বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. রফিকুর ইসলাম খান বলেন, স্থানীয় মামুন ফরাজীর অভিযোগের ভিত্তিতে সহকারী বিদ্যালয় পরিদর্শককে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযোগের স্বপক্ষে তথ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন সবুর খান। পাশাপাশি তদন্ত প্রতিবেদন অনুযায়ী সবুর খান বিএ পাশ করেননি। ফলে তাকে কমিটির সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি মিথ্যা তথ্য দেওয়ায় তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।