
বার্তা টাইমস বিডি ডেস্ক :: বরিশাল নগরীর ২৫নং ওয়ার্ড উকিলবাড়ি সড়ক থেকে ২শত পিচ ইয়াবা সহ একজনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
সূত্রে জানা যায়, (১৯জুলাই শনিবার) রাত আনুমানিক সাড়ে ৯টার সময় গোপন সংবাদের ভিক্তিতে কোতোয়ালি মডেল থানার একটি অভিযানিক চৌকস টিম এসআই মানিক সাহার নেতৃত্বে সঙ্গীয় এএসআই ইসমাইল হোসেন, এএসআই আব্দুর রাজ্জাক, এএসআই জিয়াউর রহমান অভিযান পরিচালনা করেন।
এসময় নগরীর ২৫ নং ওয়ার্ডের উকিল বাড়ি সড়ক সংলগ্ন সাদিয়া মটরসের সামনে থেকে এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা ইউনিয়ের বাসিন্দা মৃত: সুলতান হাওলাদারের ছেলে মনিরুজ্জামান জুয়েল (৪৫)এর শরীরে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ ( দুই শত) পিচ ইয়াবা উদ্ধার করেন পুলিশ।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বার্তা টাইমস বিডিকে বলেন, আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামী মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে পূর্বেও ০৫ টি মাদক মামলা চলমান রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। কাউকেই বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।
তিনি আরো বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের মাঝে পুলিশ সেবা পৌঁছে দেওয়া ও অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের দিকনির্দেশনা মোতাবেক সব সময় কাজ করছি।