
নিজস্ব প্রতিবেদক :: “অভয়াশ্রম গড়ে তুলি”দেশি মাছে দেশ ভরি স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন সংক্রান্ত জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই দুপুর সাড়ে ১২টার সময় বরিশাল জেলা প্রশাসক কক্ষে বরিশালে নানা আয়োজনে ৭দিন ব্যপি জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠান উদযাপন সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যে প্রতিবছরের ন্যায় এবারও সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। এবারের প্রতিপাদ্য সফল হবে যদি আমরা দেশি মাছের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারি। তিনি বলেন, একসময় নদী-নালা-খাল-বিল দেশি মাছে ভরপুর ছিল। আমরা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সেদিনগুলোতে ফিরে যেতে চাই।
সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার, বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বেলাল হোসাইন, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, র্যাব ৮ এর মোঃ মাহমুদ আহসান, এনএসআই ডিডি মোঃ রুবেল আলম, নৌ পুলিশ বরিশাল অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইমরান হোসেন মোল্লা, সহ জেলা সমাজসেবা , জেলা অফিসার শিক্ষা অফিসার, উপ পরিচালক বিআরডিবি বরিশালের বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারসহ সাংবাদিক বৃন্দ।
সভায় জানানো হয়, আগামী ২২ শে জুলাই ২০২৫ তারিখে র্যালি ও উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন শুরু হয়ে ২৮ জুলাই সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে। সেলক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন ক্যাটাগরিতে রচনা প্রতিযোগীতা, মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যচাষীদের সচেতনতা বৃদ্ধির কার্যক্রম অনুষ্ঠিত হবে।
উল্লেখ, (১ম দিন ২২শে জুলাই মঙ্গলবার) সড়ক র্যালি ও উদ্বোধন এবং আলোচনা অনুষ্ঠান, জেলা শিল্পকলা একাডেমী থেকে সার্কিট হাউজ পর্যন্ত র্যালি ও জাতীয় পর্যায়ে সফল মৎস্য চাষি /ব্যক্তি /উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে পুরস্কার/পদক প্রদান, নির্বাচিত জলাশয়ে ডিসি লেকে মাছের পোনা অবমুক্তকরণ ।
( ২য় দিন ২৩শে জুলাই বুধবার ) মৎস্যচাষি, জেলে এবং মৎস্যজীবীগণের সমন্বয়ে মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা, স্থান হাজী আব্দুল মজিদ খান মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ, টুমচর, চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ, বরিশাল সদর, বরিশাল।
(৩য় দিন ২৪শে জুলাই বৃহস্পতিবার) জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শণ স্থান পোর্ট রোড আড়ত, রূপাতলী মৎস্য আড়ত, চৌমাথা বাজার বরিশাল।
(৪র্থ দিন ২৫ শে জুলাই শুক্রবার) পুকুর/জলাশয়ে পানির ভৌত- রাসায়নিক গুনাগুন পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন, স্থান মঙ্গলহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ, রায়পাশা, কড়াপুর ইউনিয়ন পরিষদ।
(৫ম দিন ২৬ শে জুলাই শনিবার) মৎস্য খাতে টেকসই উন্নয়নে তরুনদের ভাবনা” শীর্ষক কর্মশালা/ মতবিনিময় সভা স্থান বরিশাল জিলা স্কুল।
(৬ষ্ঠ দিন ২৭শে জুলাই রবিবার) স্কুল ও কলেজে রচনা প্রতিযোগিতা মাধ্যমিক পর্যায়েঃ ক্যালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কলিজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, এ, আর, এস মাধ্যমিক বিদ্যালয়, এ, কে, মাধ্যমিক বিদ্যালয়, এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, হোগলা মাধ্যমিক বিদ্যালয় ও ৬ষ্ঠ – ৮ম শ্রেনী শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পুরণ ও মেধা গঠনে দেশী মাছের গুরত্ব ৯ম-১০ ম শ্রেনী ইলিশ সম্পদ উন্নয়ন ও টেকসই সংরক্ষণে মৎস্যজীবীসহ উপকূলীয় জনগোষ্ঠির ভূমিকা কলেজ পর্যায়েঃ অমৃত লাল দে কলেজ, ক্যালেক্টরেট স্কুল এন্ড কলেজ, বেগম তোফাজ্জেল হোসেন মানিক মিয়া কলেজ একাদশ- দ্বাদশ শ্রেনী, মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে অভয়াশ্রমের গুরত্ব। (৭ম দিন ২৮ শে জুলাই সোমবার) জাতীয় মৎস্য সপ্তাহের মুল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থান জেলা প্রশাসকের সভাকক্ষ।