
বার্তা টাইমস বিডি ডেস্ক ঃঃ বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটের সময় মাস্ক পরে কয়েকজন যুবলীগ ও মহিলা লীগ নেতাকর্মী শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করে তা ছাত্রলীগের বিভিন্ন নেতার ভেরিফায়েড ফেসবুক পেজ ’ এ ভিডিও পোস্ট করেছেন।
ওই ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা মাস্ক পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে দোয়া ও প্রার্থনা করছেন। তারা বঙ্গবন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
পরবর্তীতে ওই ভিডিও বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব খানের ফেসবুকে পোস্ট করেন (বরিশাল মহানগর যুবলীগ) ও আরেক ভিডিও (বরিশাল মহানগর মহিলালীগ) ক্যাপশনে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয় নগরীতে। এই দুইটি ভিডিও সূত্র ধরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ খুঁজতে শুরু করেন ভিডিওতে উপস্থিত নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান।
তিনি প্রতিবেদকে বলেন, নগরীর কোনো এক এলাকায় রাত ১২টা থেকে ১টার মধ্যে কয়েকজন ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা কর্মী একত্র হয়ে মোমবাতি জ্বালিয়ে স্লোগান দেয়। এমন দুইটি ভিডিও পাওয়া গেছে। আমরা চেষ্টা করছি ভিডিওতে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার। তবে একটি ভিডিওর লোকেশন ইতিমধ্যে পুলিশ চিহ্নিত করেছে। আমাদের টিম মাঠে কাজ করছে। যারা যারা উপস্থিত ছিলো ও জড়িতদের গ্রেফতার করা হবে। তিনি আরো বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের নামে কিছু লোক মুখোশ পরে বিভিন্ন স্লোগান দিয়েছে। ভিডিও দেখে তাদের শনাক্ত করা হচ্ছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য আইনি ব্যবস্থা নেয়া হবে।
তবে একটি সূত্র জানায়, যুবলীগের যে মোমবাতি জ্বালিয়ে স্লোগান দেয়ার ভিডিওটি ভোলা বরিশাল সড়ক বরিশাল বিএমপি বন্দর থানাধীন বিশ্ববিদ্যালয়ের পাশেই অগ্রযাত্রা কিন্ডারগার্ডেন নামক প্রতিষ্ঠানের শোক দিবসে রাতে মোমবাতি জ্বালিয়ে ও স্লোগান দিয়ে পালন করেন। সেই ভিডিওই ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে। এরপরই পুলিশের বিশেষ অভিযান চলছে নগরীর জুড়ে।