
বার্তা টাইমস বিডি ডেস্ক: ।। সড়ক দুর্ঘটনা রোধে বরিশালে গঠন হলো ড্রাইভার ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আজ একটি বেসরকারি মিলনায়তনে বরিশাল শাখার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ট্রাফিক পুলিশের পরিদর্শক মামুন আল আমিন ও বরিশাল রেস্টুরেন্ট মালিক সমিতির বিশ্বজিৎ ঘোষ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড্রাইভার ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আহবায়ক ও সেবক এর বরিশাল মহানগর ও জেলার সভাপতি এবং ইন্সটেক্টর অ্যাসোসিয়েশন বরিশাল মহানগরের সাধারণ সম্পাদ জাকির হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জাকির হোসেন বলেন, মহাসড়কে দুর্ঘটনা রোধে এবং চালকদের দক্ষতার মান উন্নয়ন করা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলা, দূরপাল্লার যাত্রা শুরু করার সময় চিকিৎসক দিয়ে চালকের শারীরিক অবস্থা পরীক্ষা করা, দুর্ঘটনায় আহত চালকদের সাহায্য নিশ্চিত করা, সকল চালকদের নিয়োগ পত্র বাধ্যতামূলক করা, ফিটনেস বিহীন কোন গাড়ি না চালানোর জন্য আহবান করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তিনি তার বক্তব্যে এ সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে, বলেন গাড়ি চালকদের সর্বোচ্চ সুবিধা দিতে হবে, একজন চালকের হাতে অনেকগুলো মানুষের গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব থাকে। বিভিন্ন সময়ে গাড়ির মালিকদের অবহেলার কারণে গাড়ির বিভিন্ন সমস্যা নিয়েই চালকরা গাড়ি চালাতে বাধ্য হয়। প্রতিটি গাড়ি যাত্রী সেবায় যাওয়ার আগে সকল যান্ত্রিক পরীক্ষা বাধ্যতামূলকভাবে করে নিতে হবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি তার বক্তব্যে গাড়ি চালানোর বিভিন্ন আইন সম্পর্কে চালকদের অবহিত করেন। তিনি অনুরোধ করেন ফিটনেস বিহীন কোন গাড়ি যাতে চালকরা না চালায়। তাহলে মালিকরা বাধ্য হয়ে গাড়ির সকল যান্ত্রিক সমস্যা সমাধান করে গাড়িতে যাত্রী সেবার জন্য পাঠাবে। অনুষ্ঠানে ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল বলেন, চালকরা যাতে বরিশালের কোন রাস্তায় চাঁদাবাজির শিকার না হয় সে বিষয়টি নিশ্চিত করা হবে।
ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সদস্য সচিব বরিশাল মহানগর বিএনপির নেতা মোহাম্মদ আলামিন তার বক্তব্যে ড্রাইভারদের নানান সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন।
এছাড়া এ শপথ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভিন্ন স্তরের জনতা।