আপন পর চিনলাম না! পৃথিবীতে শুধু আনন্দ করেই গেলাম। এখন কেউ নেই দেখার মত। যখন মানুষ বেঁচে থাকে তার চারপাশে হাজারো শুভাকাঙ্ক্ষী থাকে। শরীরে একটু ব্যাথা পেলেও বহু লোক খোঁজ খবর নেয়। প্রতিটি জীবের জীবন সীমাহীন নয়। একটি স্থানে এসেই তাকে দাড়াতে হবে। যার জন্য এক সময় চারপাশে দেখা করতে হাজারও লোক দাড়িয়ে থাকতো আজ তার লাশ শুধু একটি কষ্টদায়ক যন্ত্রণাবাহি ভ্যান গাড়িতে নেয়া হচ্ছে।
আজ আর কোন বন্ধু,ভাই,বোন,মা,বাবা, স্ত্রী সন্তান, পরিবারের সদস্য বা শুভাকাঙ্ক্ষী পাশে কেউ নেই।
জীবিত থাকলে তেলমারা ও তেল দেয়ার লোকের অভাব থাকে না। আর জীবন থেমে গেলে চারপাশে শুধুই মাটি আর পোকামাকড় সঙ্গী।
ছবিটি শেবাচিম হাসপাতালের লাশকাটা ঘরের সামনে থেকে তোলা হয়েছে। ছবি ঃ আল আমিন গাজী