
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর পৌর শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
১২ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর শাখার কার্যালয়ে, উজিরপুর পৌর শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মিরাজুল ইসলাম মিন্টু এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল হক। উজিরপুর পৌর শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নবগঠিত কমিটির সহ সভাপতি মাওঃ মনিরুল ইসলাম, মাষ্টার খলিলুর রহমান, জয়েন্ট সেক্রেটারি হাফেজ মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব সরদার, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওঘ আবু তাহের, দপ্তর সম্পাদক ডাঃ মোঃ নেসার উদ্দিন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ জাকির হোসেন, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মাওঃ জালাল উদ্দীন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওঃ ফয়সাল মাহনুদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সামশুল হক সিজদার, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান হাওলাদার, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ মনির হেসেন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মোঃ সেলিন সিকদার, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সদস্য হাফেজ মেঃ হারুন অর রশিদ, মোঃ আবৃদুস সেবাহান, মোঃ ইব্রাহীম খলিল সহ সকল সদস্য বৃন্দ উপস্থিত হয়ে শপথ গ্রহন করেন। শপথ শেষে প্রধান অতিথি বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনা করেন। এদিকে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।