নিজস্ব প্রতিবেদক::
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় বার্তা সম্পাদক ফোরাম, বরিশাল গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।
নেতৃবৃন্দের পক্ষে সংগঠনের আহ্বায়ক জিয়া শাহীন ও সদস্য সচিব খান রুবেল এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের নৃশংস হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য বড় হুমকি। দেশের কোথাও যেন সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় না ভোগে- সে বিষয়ে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।