মাসুদ আহমেদ
প্রতিনিধি, হিজলা (বরিশাল)
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামে রমেশ দাসের বিরুদ্ধে সরকারি ভিপি জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
স্থানীয়ভাবে জানা যায় রমেশ দাস ( ৪৫) হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নরসিংহপুর গ্রামের মৃত লক্ষণ দাসের ছোট ছেলে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর মৌজার
জেএল- ১১৬,খতিয়ান নং-৪৬, দাগ নং -১৪২৯ ভিপি( ক) তফসিলের অন্তর্ভুক্ত সরকারি জমি।
তারা আরো বলেন বিগত কয়েক বছর আগে রমেশ দাস ভিপি জমিনে ঘর তৈরি করতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে ঘর নির্মাণ করতে পারেনি, কিন্তু বর্তমানে তারা কিভাবে পাকা ঘর নির্মাণ করছে তা আমাদের জানা নেই।
তবে আমরা শুনেছি স্থানীয় নেতাকর্মী সহ ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি কর্মকর্তাদের কে ম্যানেজ করেই চলছে ঘরের কাজ।
শুধু তাই নয় নিয়ম নীতির তোক্কাই করছে না রমেশ দাস।
কেউ কিছু বলতে গেলে উল্টো মামলা হামলার ভয়-ভীতি দেখিয়ে আমাদের দূরে সরিয়ে রাখে।
তবে এ বিষয়ে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ মাসুদ কে একাধিকবার ফোন করলেও তাকে ফোনে পাওয়া যায়নি ।