নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড খয়ের দিয়া গ্রামে বিএনপির ফরম বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ৩জনের উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত সকলকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। জাগুয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম নয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে গত ২৬ সেপ্টেম্বর জাগুয়া ইউনিয়নের ১৬৮ নং খয়ের দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিএনপির সদস্য সংগ্রহ ও নতুন ফরম বিতরণ অনুষ্ঠান করা হয়। পূর্ব থেকেই নব্য বিএনপির কয়েকজন ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী গ্রুপ এই অনুষ্ঠানটি বানচাল করার চেষ্টা চালায়।
অনুষ্ঠান বন্ধ করতে ব্যার্থ হয়ে (৩ অক্টবর) শুক্রবার জুমাবাদ জাগুয়ার ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম খান মসজিদ থেকে নামাজ পড়ে বের হলে তার উপর ধারালো অস্ত্র, ইট, রট, ও লাঠি সোটা দিয়ে অতর্কিত হামলা চালায় একই এলাকার মৃত আব্দুল লতিফ হাওলাদারের পুত্র বাদশা হাওলাদার ও কামাল হাওলাদার, মৃত ছত্তার খানের পুত্র শহীদ খান, মাসুম হাওলাদার পুত্র সোহাগ হাওলাদার, বাদশা হাওলাদারের পুত্র জুবায়ের হাওলাদার, নুরে আলম হাওলাদারের পুত্র হেলাল হাওলাদার, স্থানীয় রুনু বেগম, বাদশা হাওলাদারের মেয়ে তৃষা আক্তার ও দীনা বেগম। আবুল কালাম খানের উপর হামলার ঘটনা দেখতে পেয়ে তাকে উদ্বার করতে তাৎক্ষণিকভাবে ছুটে আসে স্থানীয় যুবদল সদস্য রুবেল গাজী ও মিলন খান। এ সময় আওয়ামী সন্ত্রাসীরা ও নব্য বিএনপিরা রুবেল গাজী ও মিলন খানের উপরেও অতর্কিতভাবে হামলা চালায়।
যার ফলে এরা তিনজন গুরুতর আহত হলে আহতদেরকে দ্রুত উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম নয়ন।