নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগর বিএনপির ৩০ টি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় বরিশাল নগরীর টাউন হলে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক মুসা কাজল,হালিম মৃধা,জহিরুল ইসলাম লিটু,সদস্য নওশাদ নান্টু, আরিফুর রহমান বাবু, দুলাল গাজী, নুরুল ইসলাম পনির, এ্যাড.সাইদ খোকন, বিভিন্ন ওয়ার্ড থেকে বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড বিএনপির সাইদুর আলম খান,৪ নং ওয়ার্ড বিএনপির আলম সিকদার,৭ নং ওয়ার্ড বিএনপির মোরশেদ আলম কচি,৬ নং ওয়ার্ড বিএনপির মোস্তাফিজুর রহমান রাঙ্গু,১৩ নং ওয়ার্ড বিএনপির মতিউর রহমান মিঠু, ২২ নং ওয়ার্ড বিএনপির মনোয়ার হোসেন চুন্নু, ২১ নং ওয়ার্ড বিএনপির জাহিদুর রহমান সমির,১৫ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক গেলাম হায়দার মামুন, ২৫ নং ওয়ার্ড বিএনপির আবেদ মোল্লা, ১৫ নং ওয়ার্ড বিএনপির রফিকুল ইসলাম রফিক, ছাত্রদলের আশিক হাওলাদার, ১৪ নং ওয়ার্ড বিএনপির রুম্মান সিকদার, ২৮ নং ওয়ার্ড বিএনপির সুলতান শরীফ,১৯ নং ওয়ার্ড বিএনপির মোস্তাফিজুর রহমান বাবু সহ আরও অনেক নেতাকর্মী সমর্থকরা।
বক্তারা সকলেই তাদের বক্তব্যে আফরোজা খানম নাসরীনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কান্ডারী হিসেবে বরিশাল সদর আসনের মনোনয়ন দাবী করেন।
পরবর্তীতে তাদের বক্তব্যের প্রতি সম্নান রেখে সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন তাদেরকে জানান তিনি বিষয়টি কেন্দ্রে জানাবেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে দল যাকে মনোনায়ন দেবে তার জন্য কাজ করার আহবান জানান।