নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ড কাশিপুর চৌমাথা এলাকায় ছেলের ভালোর জন্য বাবাকে পরামর্শ দেয়ার জের ধরে এক ব্যবসায়ীর উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে। যার পরিপ্রেক্ষিতে ওই ব্যবসায়ী বরিশাল এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে ভুক্তভোগী হৃদয় হাওলাদারের বরাত দিয়ে বলা হয়- গত কিছুদিন পূর্বে পরকীয়া প্রেমিকা সহ স্থানীয় কালাম মুন্সির ছেলে জীবন মুন্সি কে পার্কে ঘুরতে দেখলে জীবন মুন্সির বাবা কালাম মুন্সিকে আমরা বেশ কয়েকজন অবহিত করি। যার'ই জের ধরে জীবন মুন্সি, মুগ্ধ মুন্সী ও তায়েব মাতাব্বর সহ সাত থেকে আট জন মিলে কাশিপুর চৌমাথা এলাকায় অবস্থিত হৃদয় হলদারের দোকানে এসে উপুর ঝুপড়ি কিল ঘুষি মেরে আমাকে প্রচন্ড রকমের আহত করেন এবং রিদয় হাওলাদারের ক্যাশ বাক্সে থাকা প্রায় ২৮ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। যাওয়ার সময় আসামীরা হৃদয় হাওলাদার কে প্রান নাশের হুমকি দিয়ে যায়।
ভুক্তভোগী হৃদয় হাওলাদার বলেন, আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। এবং আমার টাকা ফেরত চাই। বিষয়টি নিয়ে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন-উল ইসলাম জানান- আমরা দুই পক্ষের অভিযোগ গ্রহন করেছি। ঘটনাস্থলে তদন্ত অফিসার পাঠিয়েছি। সুষ্ঠু তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হবে।