নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর ৪ নং ওয়ার্ডের উলালঘুনী( মহাবাজ) এলাকার একই পরিবারের পাঁচ জনের উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে স্হানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্বে।
তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। এরা হলেন মুক্ত বেগম তার বোন হিরা বেগম ও মনি বেগম এছাও হিরা বেগমের স্বামী জাকির গাজী ও পুত্র তায়েব গাজী। এদের মধ্যে গুরতর আহত মুক্তা, হিরা ও মনি বেগম কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আরো আহত হয়েছে একই পরিবারের কাজী হুমায়ূন, তার ভাইয়ের পুত্র কাজী ফিজান, ভাগিনা তায়েব গাজী, তাবু গাজী এদের পিতা জাকির গাজী
আহত সুত্রে জানায়, দীর্ঘ দিন ধরে গাজী বাড়ির বাসিন্দা রাজিব গাজী, মোহাম্মদ আলী খান, নাছির খান ও তাদের সহযোগী জাহিদ হাওলাদার এলাকায় বসে ইয়াবা, গাজা ও ফেন্সিডিল সহ নানা ধরনের মাদক ব্যবসা করে আসছে। স্হানীয়রা বাধা দিলে তাদের কে তারা হুমকি ধমকি দিতে থাকে। অবশেষে বৃহস্পতিবার দিবাগত রাত সারে ১০ দিকে মাদক বিক্রিকালে বাধা দেয় জাকির গাজী। এসময় নগরীর দুধর্ষ সত্রাসী মোহাম্মদ তার ভাই নাছির ও সহযোগী এবং দলবল নিয়ে একই বড়ির জাকির গাজী ও তার পরিবার সদস্যদের উপর হামালা চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে।
এতে জাকির গাজীর পরিবারের মোট ৮/১০ জন আহত হয়। এদেরধ্যে ৩ জন কে শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা আরো জানায়, হাসপাতালে এসে সত্রাসী মোহাম্মদ ও তার ভাই নাছির এসে হুমকি দেয়।
আহতের পরিবার আরো জানায়, জাহিদ হাওলাদার একাধিক মাদক মামলায় অভিযুক্ত তার বিরুদ্ধে বরিশাল ও পিরোজপুরে জাল টাকার ব্যবসা করার মামলা রয়েছে।
এঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। তবে অভিযোগের বিষয় জানার জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।