ইমরান হোসেন : এবার দুর্নীতি-অনিয়ম ও জনভোগান্তি কমিয়ে আনতে বরিশাল সিভিল সার্জন ডা: এস.এম. মনজুর-এ-এলাহী নিয়েছেন ব্যাতিক্রমী পদক্ষেপ ও ভিন্ন ভিন্ন উদ্যোগ। বরিশাল সিভিল সার্জন অফিসের মূল ফটকে প্রবেশ করতেই ডান পাশে দেখা যাবে একটি অভিযোগ বক্স।
যেখানে সেবা নিতে আসা ভুক্তভোগীরা তাদের অভিযোগ ও পরামর্শ কিংবা মন্তব্য লিখে জমা দিতে পারবে। সিভিল সার্জন ডা: এস.এম. মনজুর-এ-এলাহী প্রতিবেদক'কে বলেন- আমি এই অফিসে যোগদানের পর থেকে কিছু অনিয়মের খবর আমার কাছে আসে। আমি চিন্তা করলাম কি করে এর সমাধান করা যায় ? তখন আমি অফিসের মূল ফটকের ভিলবোর্ডে ২টি নোটিশ টানিয়ে দেই। পরবর্তি সময় ভুক্তভোগীদের বিষয়টি মাথায় এনে তাদের অভিযোগ, পরামর্শ, ও মন্তব্য স্বাধীনভাবে যাতে আমার কাছে জানাতে পারে সে জন্য একটি অভিযোগ বক্স স্থাপন করি।
অভিযোগ বক্সের মাধ্যমে সিভিল সার্জন অফিসে আসা ভুক্তভোগীরা তাদের যেকোন ধরনের অভিযোগ, পরামর্শ, ও মন্তব্য স্বাধীনভাবে আমার কাছে জানাতে পারবে বলে আমি বিশ্বাস করি। বরিশাল সিভিল সার্জন ডা: এস.এম. মনজুর-এ-এলাহী অভিযোগ বক্স স্থাপন করেই থেমে যাননি। বরিশাল সিভিল সার্জন অফিসে সেবা নিতে আসা সেবা প্রতাশীদের কোন ধরনের বিড়ম্বনার স্বিকার হচ্ছে কি'না তাও তিনি (সিভিল সার্জন) সরেজমিনে ডেকে এনে তাদের (সেবা প্রতাশীদের) নিজ মুখে শুনছেন।
বরিশালের সচেতন মহল মনে করছেন- বরিশাল সিভিল সার্জন ডা: এস.এম. মনজুর-এ-এলাহী'র এ ধরনের যুগান্তকারী পদক্ষেপ চলমান থাকলে সিভিল সার্জন অফিস থেকে কমে যাবে দূর্নীতি ও অনিয়ম। শতভাগ সেবা পাবেন সেবা প্রতাশীরা।